Mar 1, 2008

তালিকা : ০১ - ১০

বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-৮) - এর অধীনে অভিযুক্তদের তালিকা

১। নোটিশ নং- ১০৩ – রাজ (৪) – ৯ ফেব্রুয়ারী ১৯৭২
নুরুল আমিন
পিতা- জহিরুদ্দীন
গ্রাম- বাহাদুরপুর, থানা- নান্দাইল,
জেলা- ময়মনসিংহ এবং
আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, ময়মনসিংহ টাউন এবং
২০, এ, স্কাটন রোড, রমনা, ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ সদর অথবা
ঢাকা সদর (দক্ষিণ)
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা
২। নং- ১০৪ রাজ (৪)- ৯ ফেব্রুয়ারী ১৯৭২
হামিদুল হক চৌধুরী
পিতা- আক্কাস আলী চৌধুরী
গ্রাম- রামনগর, থানা- ফেনী, জেলা- নোয়াখালী এবং
নিরালা গার্ডেন, গ্রীন রোড, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, ফেনী অথবা ঢাকা (দক্ষিণ)
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা।
৩। নং- ১০৫ রাজ- (৪)- ৯ ফেব্রুয়ারী ১৯৭২ খান, এ, সবুর
পিতা- মৃত নাজমুল খান
গ্রাম- সৈয়দ মহল্লা, থানা- ফকিরহাট, জেলা- খুলনা এবং
খুলনা জেলা, যশোর রোড, থানা- কোতওয়লী, জেলা- খুলনা এবং
প্লট নং- ২৮১ ধানমন্ডি আবাসিক এলাকা, সড়ক নং- ২৫
থানা- লালবাগ, জেলা- ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট বাগেরহাট, খুলনা অথবা ঢাকা (দক্ষিণ)
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা
৪। নং- ১০৬- রাজ- (৪)- ৯ ফেব্রুয়ারী ১৯৭২
মাহমুদ আলী
পিতা- মৃত মুজাহেদ আলী
সুনামগঞ্জ শহর, থানা- সুনামগঞ্জ, জেলা- সিলেট এবং
৫১০, ধানমন্ডি আবাসিক এলাকা, সড়ক নং- ১৯
থানা- লালবাগ, জেলা- ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ অথবা ঢাকা (দক্ষিণ)
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা।
৫। নং- ১০৭- রাজ- (৪)- ৯ ফেব্রুয়ারী ১৯৭২
ওয়াহিদুজ্জামান ওরফে ঠান্ডা মিয়া
পিতা- আব্দুল কাদের
গ্রাম- গোপাল গঞ্জ শহর, থানা- গোপালগঞ্জ, জেলা- ফরিদপুর এবং
১০/১ টয়েনবী সার্কুলার রোড, থানা- রমনা, জেলা- ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, অথবা ঢাকা (দক্ষিণ)
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২
৬। নোটিশ নং- ১০৮ – রাজ (৪) – ৯ ফেব্রুয়ারী ১৯৭২
খাজা খয়েরুদ্দীন
পিতা- খাজা আলাউদ্দিন
গ্রাম- ১৭, আহসান মঞ্জিল, থানা- কোতওয়ালী, জেলা- য়ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট ঢাকা (দক্ষিণ)
হাজিরার তারিখ-২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩টা
৭। নোটিশ নং- ১০৯ – রাজ (৪) – ৯ ফেব্রুয়ারী ১৯৭২
কাজী, এ, কাদির
পিতা- মৃত কাজী আবেদ উদ্দিন আহমদ
গ্রাম- শোয়ালমানী, থানা- কালড়াকা, জেলা- রংপুর এবং
১১, হাটখোলা, থানা- সূত্রাপুর, জেলা- ঢয়াকা এবং
৮, গুলশান, থানা- তেজগাঁও, জেলা- য়ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, ঢাকা সদর (দক্ষিণ)
হজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা
৮। নোটিশ নং- ১১০ – রাজ (৪) – ৯ ফেব্রুয়ারী ১৯৭২
রাজ ত্রিদিব রায়
পিতা- মৃত রাজা ননীনাক্ষ রায়
গ্রাম—রাজবাড়ি, রাংগামাটি, থানা- কোতওয়ালী
জেলা- পার্বত্য চট্টগ্রাম
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট পার্বত্য চট্টগ্রাম সদর, রাংগামাটি কোর্ট
হাজিরার তারিখ- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা
৯। নোটিশ নং- ১১১ – রাজ (৪) – ৯ ফেব্রুয়ারী ১৯৭২
এ, কে, এম শামসুল হক
পিতা- হাজী ওয়ালী আহমদ
গ্রাম- গশিম সৈয়দপুর, থানা- সীতাকুন্যডু, জেলা- চট্টগ্রাম
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সদর
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা
১০। নোটিশ নং- ১১২ – রাজ (৪) – ৯ ফেব্রুয়ারী ১৯৭২
মোঃ ওবায়দুল্লাহ মজুমদার
পিতা- মৃত আলী আজম মজুমদার
গ্রাম- দক্ষিণ সতারা, থানা- ছাগলনাইয়া, জেলা- নোয়াখালী
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, ফেনী
হাজিরার দিন- ২২ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩ টা

No comments:

Post a Comment